মেশিন লার্নিং - শান্তনু আচার্য্য
What is Machine Learning?
- Machine learning is a field of computer science that used statistical techniques to give computer systems the ability to 'learn' with data, without being explicitly programmed.
অর্থাৎ মেশিন লার্নিং হলো এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করে কোন সমস্যা সমাধান করার জন্যে, কম্পিউটারে নিদিষ্ট কোন প্রোগ্রাম বা লজিক সেট করে দেওয়া হয় না। সমস্যা সমাধানের জন্যে শুধুমাত্র ডাটা এবং আউটপুট দেওয়া হয়। এই ডাটা থেকে এই আউটপুট পেতে, কম্পিউটার নিজ থেকে লজিক খুজে বের করার চেষ্টা করে।
সাধারনত আমরা যে কম্পউটার প্রোগ্রামিং করে থাকি সেখানে ইনপুট হিসেবে ডাটা এবং প্রোগ্রাম দিয়ে থাকি। কম্পিউটার আমাদের প্রদত্ব ডাটা এবং প্রোগ্রাম থেকে আউটপুট প্রদান করে।
আর মেশিন লার্নিং এর বেলায়, কম্পিউটার এর ইনপুটে ডাটা এবং আউটপুট দেওয়া হয়। প্রদত্ব ডাটা থেকে প্রদত্ব আউটপুট পাওয়ার জন্যে, কম্পিউটার নিজ থেকেই লজিক তৈরী করে।