শান্তনু আচার্য্য
শান্তনু আচার্য্য একজন ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র যিনি একজন পিসিবি ডিজাইনার এবং পাইথন ডেভেলপার। শান্তনু তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেন 2018 সালে। এখন পর্যন্ত শান্তনু পণ্যের প্রোটোটাইপিং, পিসিবি ডিজাইন দক্ষতা ব্যবহার করে 35+ ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং পাইথন প্রকল্প তৈরি করেছে। সম্প্রতি শান্তনু আচার্য্য বিজ্ঞান মেলার জন্য রোবট মীনা, ফায়ার ফাইটার রোবো(ম্যাক্স), ফেস মাস্ক ডিটেকশন উইথ আরডুইনো ডোর লক, কৃত্রিম গার্লফ্রেন্ড (বর্ষা) এবং স্মার্ট হাউস তৈরি করেছেন। আর শান্তনু ও তার দল টানা দুই বছর বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে।
শান্তনু আচার্য্য Max Electronics BD এবং BongoTronics এর প্রতিষ্ঠাতা। উনার নাম শান্তনু আচার্য্য তবে উনার ডাক নাম শান্ত। শান্তনু বর্তমানে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতেছেন। এর আগে শান্তনু আচার্য্য উনকিলা উচ্চ বিদ্যালয় এবং জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চবিদ্যালয়ে উনার স্কুল জীবন অতিবাহিত করেন। শান্তনু আচার্য্য জন্মস্থান ফেনী জেলায় উনার মামার বাড়িতে। তবে শান্তনুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। শান্তনুর নিজ গ্রামেই (খাটোরা) উনার শৈশব কেটেছে। তবে শান্তনুর মা (শ্যামলী আচার্য্য) পেশায় শিক্ষিকা হওয়ার কারণে শান্তনুকে চাঁদপুর জেলায় হাজিগঞ্জে থাকতে হতো। আর সেখানেই শান্তনুর বেড়ে ওঠা।
+880 1789333514 | |
ShantonuAcharjee@gmail.com | |
Shantonu_ | |
Shantonu_ | |
It's Me Shantonu | |
Shantonu Achajee | |
Shantonu-Achajee | |
Shantonu-Achajee | |
Shantonu_Achajee | |
Max Electronics BD |